ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুক্তিযুদ্ধ নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ প্রতিবাদ জানান।
পোস্টে অধ্যাপক নজরুল লেখেন, “আমি তীব্র প্রতিবাদ জানাই। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন, এবং ভারত ছিল আমাদের বিজয়ের সহযোগী, এর বেশি কিছু নয়।”
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী মোদির সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, “আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”
এখানে সুকৌশলে মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে উপস্থাপন করেছেন, এবং বিজয় দিবসের কথা বললেও বাংলাদেশের নামটি উল্লেখ করা হয়নি।
এটি প্রথমবার নয় যে মোদি এই ধরনের বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এর আগেও তিনি এই ধরনের পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post