বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাত নেতাকর্মী।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাদের পুলিশকরে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবসহ সাতজনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত পরে জানানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post