বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে ভারতীয় সেনাদের ভূমিকা নিয়ে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে মোদি বলেন, “ভারতের ঐতিহাসিক জয়ের সাহসী সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।”
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর ১৩ দিনের সরাসরি যুদ্ধে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়। ওইদিন ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে মহান বিজয়ের সূচনা ঘটে।
Today, on Vijay Diwas, we honour the courage and sacrifices of the brave soldiers who contributed to India’s historic victory in 1971. Their selfless dedication and unwavering resolve safeguarded our nation and brought glory to us. This day is a tribute to their extraordinary…
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
মোদি তার পোস্টে বলেন, “আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈনিকদের শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের গৌরব এনে দিয়েছে এবং আমাদের জাতিকে সুরক্ষিত করেছে। তাদের বীরত্ব প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
মোদির এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, “এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার যুদ্ধকে ভারতের একক অর্জন হিসেবে উপস্থাপন করা আমাদের সার্বভৌমত্বের প্রতি অবমাননা।” তিনি আরও বলেন, “এ ধরনের বক্তব্য বাংলাদেশকে হুমকির মুখে ফেলছে। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে এ হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।”
মহান বিজয় দিবসের পাশাপাশি এবছর বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের অবসান এবং ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে নতুন সরকারের উত্থান দেশকে দিয়েছে নবজীবন। তাই এ বছর বিজয় দিবসের আবেগ আরও গভীর।
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। জাতি গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের।
বিজয় দিবস শুধু একটি তারিখ নয়; এটি বাঙালির আত্মত্যাগ, গৌরব এবং স্বাধীনতার প্রতীক। আজকের এই দিনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post