গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করার প্রস্তুতি এবং আসন্ন ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনের জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করতে সাদপন্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সাদপন্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কিছু সময়ের জন্য ঢাকা-জয়দেবপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম জানান, ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমার অনুমতি ও মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে আগামীকাল (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, বিকেলে টঙ্গীর কামারপাড়া রোড এলাকায় তাবলিগের শুরা-ই-নেজামের আহ্বানে উলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইজতেমার বিষয়ে ষড়যন্ত্র চলছে এবং সরকারের অভ্যন্তরীণ প্রভাবশালী ব্যক্তিরা এই ষড়যন্ত্রে জড়িত। তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর অপসারণের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছি। কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী থাকতে হবে। আলেম সমাজের প্রতিনিধি ধর্ম উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এই সুযোগে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা চলছে।”
সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে সাদপন্থীরা অভিযোগ করেন, টঙ্গীর ইজতেমা ময়দান সারা বছর জোবায়েরপন্থীদের দখলে থাকে। পাঁচ দিনের জোড় ইজতেমার অনুমতির জন্য তারা সরকারের কাছে বারবার আবেদন করেছেন। তারা ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে সমাধানের আহ্বান জানান এবং উভয়পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ আলোচনার দাবি করেন।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমাকে ঘিরে দীর্ঘদিন ধরে সাদপন্থী ও জোবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয় অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post