ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশে দুটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতীয় স্যাম্রাজ্যবাদের আগ্রাসন আর অন্যটি ধর্ম-নিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থে রুখতে হলে ’৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা, ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়াছানী ইউনুছিয়া মাদরাসা মাঠে এক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক এবং ভালো কাজ করেছিলেন। ৭২ সালে সংবিধান তৈরি করে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি জাতির সঙ্গে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করেছেন। ৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত কেউ কোনোদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ও আওয়ামী লীগও ধর্ম নিরেপক্ষতার কথা বলেননি।
তিনি আরও বলেন, ৭১-এর চেতনা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আর মানুষের মধ্যে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই। আর ৭২ সালের সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post