ঘোষণা অনুযায়ী, রোববার থেকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি দেওয়া হচ্ছে। দেশটির বাংলাদেশ দূতাবাসে আবেদনকৃত প্রবাসীরা এই পাসপোর্ট পাচ্ছেন।
এরপর আগামী ২০ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিরা। পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশের প্রবাসীরাও পাবেন এই পাসপোর্ট।
সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ায় সৌদি আরব ও মালয়েশিয়ায় অবস্থান করা ২৬ হাজার বাংলাদেশির কর্মজীবন অনিশ্চিত হয়ে পড়েছিল। তাদের অনেককেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
তবে সম্প্রতি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সুখবর দেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
ভিডিওতে তিনি বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না।’
প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। পরে তিনি ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার কথা জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post