সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রিফাত নামের এক শিশুর কাবা শরিফে প্রবেশের দৃশ্য আবেগে আপ্লুত করেছে দেশ-বিদেশের বহু মানুষকে।
এক সৌদি প্রবাসীর উদ্যোগে তিনি নিজের স্বপ্ন পূরণ করেছেন। শিশু রিফাতের পবিত্র উমরাহ পালন অনেকের কাছেই বিস্ময়।
সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মো. শাহজাহান মিয়ার উদ্যোগে রিফাতসহ মোট ছয়জন এবার উমরাহ করার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হতদরিদ্র তোতা মিয়া, বাবা-মা হারা প্রতিবন্ধী আনোয়ার মিয়া, রিফাতের শিক্ষক ক্বারি আব্দুল কদ্দুসসহ তার বাবা-মা।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া লম্বাবাঁক এলাকার নুরানিয়া মাদরাসার শিক্ষার্থী রিফাত সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছিল জাতীয় মাছ পাঙাশ বলার জন্য।
তার সাবলীল বাচনভঙ্গি এবং ইসলামী শিক্ষার প্রতি গভীর মনোযোগের জন্য তার ভিডিওগুলো তার শিক্ষক ক্বারি আব্দুল কদ্দুস পোস্ট করেছিলেন।
সম্প্রতি ক্বারি কদ্দুস আনোয়ার মিয়া উমরাহ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া নিজ উদ্যোগে তাদের উমরাহে পাঠানোর সিদ্ধান্ত নেন। গত ৫ ডিসেম্বর তারা মক্কায় পৌঁছান। সেখানে রিফাতকে পেয়ে সৌদি প্রবাসীরাও বেশ আপ্লুত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post