সৌদি আরবজুড়ে চলমান নিরাপত্তা অভিযানে গত এক সপ্তাহে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানায়, সৌদিতে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজার ৮৩১ জনকে আটক করা হয়েছে। ৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এই অভিযানে অংশ নেয় নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়,
আবাসন আইন লঙ্ঘনকারী: ১১,৩৫৮ জন
সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী: ৪,৯৯৪ জন
শ্রম আইন লঙ্ঘনকারী: ৩,৪৭৯ জন
এছাড়া, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় ১,৩০৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপিয়ান, ৩৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে, সৌদি আরব থেকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করায় আরও ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অপরাধে সৌদিতে বসবাসরত ২৫ জন স্থানীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে ২৭ হাজার ৫৪০ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৪ হাজার ১৮০ জন পুরুষ এবং ২,৭৩০ জন নারী।
গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে ৯,৮৯৩ জনকে নিজ দেশে পাঠানো হয়েছে।
সৌদি আইনে অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। মন্ত্রণালয় বারবার সবাইকে এই বিষয়ে সতর্ক করছে।
মধ্যপ্রাচ্যের মরু দেশ সৌদি আরবে বর্তমানে ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই বিদেশি শ্রমিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযান দেশটির অভিবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এবং আইন ভঙ্গের প্রবণতা কমাতে গৃহীত একটি উদ্যোগ বলে বিশ্লেষকদের মত।
সৌদি সরকার এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post