ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় গতকাল শনিবার রাতে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ছয়জন তাহেরির সমর্থককে আটক করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সম্প্রতি আখাউড়া থানায় তাহেরির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
শনিবার রাতে নাজিরাবাড়ি এলাকায় তাহেরির উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে আশ্রয় নেন।
পরে, তিনি সেখানে থেকে পালিয়ে যান। এসময় তাহেরির সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায় এবং তিনটি পুলিশ গাড়ি ভাঙচুর করে।
উল্লেখ্য, এর আগের দিন, শুক্রবার আখাউড়া উপজেলায় গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের অনুমতি না নেওয়া নিয়ে পুলিশ গেলে তাহেরির সমর্থকরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে এবং এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে।
এ ছাড়া মাহফিল থেকে পুলিশবিরোধী উসকানিমূলক বক্তব্যও দেওয়া হয়। ওই ঘটনায় তাহেরি সহ ১৫ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post