মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ তাদের নাগরিক অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানাবে, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে। প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, “যদি কোনো দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়, তাহলে আমরা তাদের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেব। আমি চাই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিতে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে। এটি নিশ্চিত করতে আমি যা কিছু করা প্রয়োজন, তা-ই করব।”
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই ট্রাম্প অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে কঠোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বলেন, “যদি দেশগুলো অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে চড়া শুল্ক আরোপ করব। আমরা চাই না অভিবাসীরা দীর্ঘ সময় শিবিরে বসে থাকুক। তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।”
ট্রাম্প আরও যোগ করেন, “আমি চাই অভিবাসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আইনের মধ্যেই থেকে আমি এই পদক্ষেপ নেব। যদি নতুন শিবির স্থাপন করতে হয়, তাও আমরা করব। তবে আশা করছি, সেটি প্রয়োজন হবে না।”
ট্রাম্পের এই বক্তব্য তার প্রশাসনের অভিবাসন নীতির কড়া অবস্থানের ইঙ্গিত বহন করে। দেশটির অভ্যন্তরীণ সুরক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ট্রাম্প এই পদক্ষেপ নিতে চাচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই নীতির ফলে আন্তর্জাতিক সম্পর্ক এবং ব্যবসায়িক চুক্তিগুলোতে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প তার অভিবাসন নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post