মালয়েশিয়া থেকে দেশে ফেরার পথে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মো. হাকমত আলি খান (৪৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত শনিবার (১৪ ডিসেম্বর) দেশে ফেরার উদ্দেশ্যে কুয়ালালামপুর বিমানবন্দরে আসেন কুমিল্লার কোতোয়ালি থানার সদর রসুলপুর এলাকার বাসিন্দা হাকমত আলি। বিমানে ওঠার চূড়ান্ত প্রস্তুতির সময় অসুস্থ হয়ে পড়লে, বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. আমানুল হক মৃধা জানান, হাকমত আলি অন্যান্য যাত্রীর মতো বোর্ডিং সম্পন্ন করে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করেন। এ সময় তিনি সুস্থ ছিলেন। তবে বিমানে ওঠার আগে সবশেষ চেকিং পয়েন্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সময় বিকেল ৪টা ৩৩ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ সেরডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইকমিশন এবং তার ভিসা প্রদানকারী এজেন্সি মরদেহ দেশে পাঠানোর বিষয়ে সমন্বয় করছে। মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী, প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সির ওপর নির্ভর করে।
হাকমত আলি খান মালয়েশিয়ায় কাজ করতেন এবং ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকা ফেরার জন্য ট্রাভেল এজেন্সি এনজেডট্রিপের মাধ্যমে টিকিট ক্রয় করেন। তার মৃত্যুতে এজেন্সির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এই অপ্রত্যাশিত ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি প্রবাসী কমিউনিটিও এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post