যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যে দেশগুলো যথাযথ সহযোগিতা করতে ব্যর্থ হয়, তাদের ‘অসহযোগী’ তালিকায় অন্তর্ভুক্ত করে। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা।
আইসিই জানিয়েছে, এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি সময়মতো ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে নিজ দেশের নাগরিকদের ফেরত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্র বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনা করছে। এর মধ্যে ১৮ হাজারের বেশি অভিবাসী ভারতীয়।
প্রতিবেদন আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশ থেকে প্রায় ৯০ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক হয়েছেন।
এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post