ওমানে পহেলা জুন থেকে কার্যকর হয়েছে প্রবাসীদের জন্য নতুন ভিসা ফি। দেশটিতে ওমানীকরনের লক্ষে শ্রম মন্ত্রণালয় এই নতুন নিয়োগ ফি কার্যকর করছে। সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশটিতে উচ্চ ও মধ্যম মানের পেশা, প্রযুক্তি খাত এবং বিশেষায়িত পেশায় প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন ভিসা ফি’র তালিকা নিম্নে তুলে ধরা হইলোঃ
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
নিচের এই পেশা গুলোকে ওমানিকরন করা হয়েছে। উক্ত পেশায় এখন থেকে আর কোনো প্রবাসী কাজের সুযোগ পাবেন না। তবে যেসকল প্রবাসী বর্তমানে এই পেশা গুলোতে কর্মরত আছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়া নাগাদ কাজ করার সুযোগ পাবেন। তবে ভিসার মেয়াদ শেষ হলে এই পেশায় তাদের ভিসা নবায়নের সুযোগ পাবেন না।
নিম্নের এই পেশা গুলোতে প্রবাসীরা কাজের সুযোগ পাবেন। তবে তাদের ভিসার মূল্য ২ হাজার ওমানি রিয়াল নির্ধারণ করেছে ওমান সরকার।
ইসলামী সঙ্গীত অঙ্গনের কিংবদন্তি আইনুদ্দীন আল আজাদ রহ সম্পূর্ণ জিবনী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post