ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার জনগণই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে ফারুক বলেন, “হিন্দুস্থান কী চায়? শেখ হাসিনার ছায়ায় থেকে একদলীয় শাসন চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে তছনছ করা হয়েছে। তবে সেই দিন আর নেই। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষই আপনাদের প্রতিহত করার জন্য যথেষ্ট।”
তিনি আরও বলেন, “আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করে এটিকে ভারতের ‘এইট সিস্টার’ বানাতে। কিন্তু সেই চক্রান্ত সফল হয়নি। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আপনারা প্রমাণ করেছেন, বাংলাদেশের জনগণের সম্মানের প্রতি আপনাদের কোনো শ্রদ্ধা নেই।”
বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারো হস্তক্ষেপ সহ্য করব না। আমাদের ওপর চাপ প্রয়োগ করে ক্ষমতায় শেখ হাসিনাকে ফের বসানোর ষড়যন্ত্র কস্মিনকালেও সফল হবে না।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফারুক বলেন, “মমতাকে গণতন্ত্রপ্রিয় ভেবেছিলাম। কিন্তু তার সাম্প্রতিক আচরণ প্রমাণ করছে, তিনি শেখ হাসিনার পক্ষপাতিত্ব করছেন। আপনিও দিল্লির দ্বারা নিপীড়িত। আমাদের ওপর নিপীড়ন চালানোর ষড়যন্ত্রে দয়া করে হাত মেলাবেন না।”
বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রেখে তিনি বলেন, “আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের দেশপ্রেম অপরিসীম। ব্রাহ্মণবাড়িয়ার জনগণই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যথেষ্ট। তাই কথাবার্তায় সংযত হওয়া দরকার।”
এই বক্তব্যের মাধ্যমে জয়নুল আবদিন ফারুক দেশের স্বার্থ রক্ষায় শক্ত অবস্থান নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post