মাত্র ১৭ বছর বয়সেই মাসে ১৬ লাখ টাকা উপার্জন করে তাক লাগিয়ে দিয়েছে ব্রিটেনের এক কিশোর, সিলেন ম্যাকডোনাল্ড। নিজের উদ্ভাবনী উদ্যোগে পরিবারের দায়িত্বও সামলাচ্ছে সে। এমন সাফল্যে চমকে গেছেন তার পরিবারের সদস্যরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিলেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এই অসামান্য সাফল্য অর্জন করেছে। তবে তার পথচলার শুরুটা ছিল একদমই সাদামাটা। বড়দিনে সিলেনের মা তাকে একটি বাক্স উপহার দিয়েছিলেন, যাতে ছিল বিভিন্ন ধরনের স্টিকার। সেখান থেকেই তার ব্যবসার আইডিয়ার সূত্রপাত।
দুই বছর আগে মায়ের দেওয়া উপহারের বাক্সে স্টিকারের পাশাপাশি ছিল একটি প্রিন্টিং মেশিন এবং ডিজিটাল ড্রয়িংয়ের সরঞ্জাম। এগুলো ব্যবহার করেই সিলেন স্টিকার তৈরি শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার তৈরি স্টিকারগুলো শেয়ার করার পর অভাবনীয় সাড়া পায়। ক্রেতারা কাস্টমাইজড স্টিকারের জন্য অর্ডার দিতে শুরু করেন।
২০২৪ সালের শুরু থেকে সিলেন প্রতি মাসে প্রায় ২০০ বাক্স স্টিকার পাঠায়। প্রতিটি বাক্সে থাকে বিভিন্ন ধরণের স্টিকার, যা বিক্রি করে সে প্রতি মাসে আয় করছে ১৬ লাখ টাকা। স্কুল শেষে প্রতিদিন মাত্র তিন ঘণ্টা কাজ করেই এই সাফল্য অর্জন করেছে সিলেন।
সিলেনের এই উদ্যোগ তার পরিশ্রম ও সৃজনশীলতার অনন্য উদাহরণ, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post