দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৮৭৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা পরদিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে কার্যকর হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা।
এ ধরনের ধারাবাহিক মূল্যবৃদ্ধি বাজারে স্বর্ণ ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির প্রভাব এবং অভ্যন্তরীণ চাহিদা এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post