মহামারী করোনাভাইরাসের সঙ্গে দীর্ঘ এক মাস যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন মালয়েশিয়া প্রবাসী মো. হাসান। বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল নয়টার দিকে তিনি মারা যান। মোহাম্মদ হাসানের পাসপোর্ট নম্বর (পাসপোর্ট নম্বর BN-0341479) থেকে জানা গেছে, তার জন্ম তারিখ ১৯৭৫ সালের ১০ ডিসেম্বর।
দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। ১৫ মে থেকে শারীরিক অসুস্থতা বোধ করেন মোহাম্মদ হাসান। ২৫ মে থেকে অবস্থার অবনতি দেখা দেয়। কোম্পানিকে বিষয়টি জানালে তার করোনা পরীক্ষার ব্যবস্থা করেন। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসলে সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টাইনে নেয়া হয়।
আরো পড়ুনঃ মাস্কাট টু ঢাকা ফ্রি এয়ার টিকিট জেতার সুযোগ!
চার-পাঁচ দিন পর তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। পরে তাকে সুনগাই বুলহ হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণ-চিকিৎসাতেও তার শ্বাসকষ্টের উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পরিবার ও মালয়েশিয়ার মালিকপক্ষ হাসানের মরদেহ দেশে পাঠানোর আবেদন জানালে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দিতে অপারগতা প্রকাশ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সে কারণে তার মরদেহ দেয়া হবে না। তবে শরিয়ত মোতাবেক মালয়েশিয়ায় হাসানের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post