আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করে ছড়ানো অপবাদ ও সমালোচনার জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করেন।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, “যাকে ‘র’ এজেন্ট বলা হচ্ছে, তিনি ২০১৯ সাল থেকে আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন। সুশীল সমাজ ও শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।”
তিনি আরও বলেন, “এনআরসি ও সিএএবিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, এবং আগ্রাসনবিরোধী কর্মসূচির সময় যখন আমরা জেলে ছিলাম, তখন আসিফ স্যার সবসময় আমাদের পাশে ছিলেন। আমরা ক্যাম্পাসের কয়েকজন ছাত্রছাত্রী আর তিনি—এটাই ছিল আমাদের শক্তি।”
সমালোচনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “সমালোচনারও একটি শালীনতা থাকা প্রয়োজন। গঠনমূলক সমালোচনা আমাদের জন্য ইতিবাচক হতে পারে, কিন্তু ‘র’ এজেন্ট বলার মতো ভিত্তিহীন অভিযোগ আর সহ্য করা সম্ভব নয়। এসব ষড়যন্ত্রমূলক তত্ত্ব আমাদের লড়াইয়ের অর্জনগুলোকে কলুষিত করছে। আমরা এবার একটু গঠনমূলক পথে এগোতে চাই, নইলে ত্যাগের স্বপ্ন বাস্তবায়িত হবে না।”
উল্লেখ্য, এর আগে ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং তাকে ‘র’ এজেন্ট হিসেবে অভিযুক্ত করেন।
এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং নেটিজেনরা বিভিন্ন মতামতে বিভক্ত হয়ে পড়েন। এ ধরনের অভিযোগের জবাবে আসিফ মাহমুদের এই স্ট্যাটাস নতুন করে বিষয়টিকে আলোচনায় এনেছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post