কুষ্টিয়া জেলার কুমারখালি থানার শিউলিয়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ হোসেন চিলাহাটি ভ্রমণে গিয়ে এক অপ্রত্যাশিত ঘটনার শিকার হন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় হাঁটতে হাঁটতে ভুলে ভারতের কোচবিহার জেলার সীমান্তবর্তী ভাওলাগঞ্জ গ্রামে প্রবেশ করেন তিনি।
কুয়াশাচ্ছন্ন সকালে চা পান করার উদ্দেশ্যে তিনি গ্রামটির একটি চায়ের দোকানে যান। চা পান শেষে দোকানিকে বাংলাদেশি ১০০ টাকার নোট দিলে সন্দেহ হয় দোকানির। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দিলে হলদিবাড়ি থানা পুলিশ এসে মুহাম্মদ হোসেনকে আটক করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মুহাম্মদ হোসেন পেশায় একজন নাপিত এবং তিনি ঢাকার একটি সেলুনে কাজ করেন। তার সঙ্গে পাওয়া যায় বাংলাদেশি ৬০০ টাকা এবং ৭ নভেম্বর তারিখের ২৩ নম্বর রকেট এক্সপ্রেস ট্রেনের টিকিট।
পুলিশ আরও জানায়, সীমান্ত এলাকা উন্মুক্ত থাকায় মুহাম্মদ হোসেন ভুলে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র চা পান করা।
তবে ঘটনাটি চা পানের উদ্দেশ্য হলেও, এটি সীমান্ত অতিক্রমের আইনগত জটিলতার কারণে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। রোববার তাকে গ্রেপ্তার করার পর সোমবার কোচবিহারের হলদিবাড়ি থানার মাধ্যমে তাকে পশ্চিমবঙ্গের একটি আদালতে হাজির করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post