স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশ ভারত গত ১৫ বছরে বাংলাদেশের কাছ থেকে উল্লেখযোগ্য সুবিধা পেয়েছে।
কিন্তু বর্তমানে সে সুবিধা না পাওয়ায় তারা বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের সুবিধা আর দেওয়া হবে না এবং ভারত যেন সীমা লঙ্ঘন না করে।
সোমবার দুপুরে খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
সভার আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তোষামোদি থেকে বিরত থাকতে হবে।
সিভিল পোশাকে গ্রেফতার বন্ধ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার ব্যাপারেও তিনি সতর্ক করেন। ভুয়া মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুটের ঘটনা ঘটেছে, যা এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সাম্প্রতিক সময়ে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।
এরপর বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভার আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post