পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন বাংলাদেশের পরিস্থিতি এবং কলকাতা-বাংলা দখল নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে। আগেই তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, এবার সরাসরি কলকাতা ও বাংলা দখল নিয়ে আসা চ্যালেঞ্জের প্রতিক্রিয়া জানালেন।
সম্প্রতি, বাংলাদেশের সাবেক সামরিক সদস্য মিনাজ প্রধান দাবি করেছিলেন যে, ৪ দিনে কলকাতা দখল করা সম্ভব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও মন্তব্য করেছেন, “চট্টগ্রাম দখল করা হলে বাংলা-বিহার-ওড়িষ্যা ফেরত দিতে হবে।” এসব উসকানির পর, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা বসে ললিপপ খাব না।”
এদিন বিধানসভায় এক স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তরে মমতা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা দুঃখজনক এবং শোকপ্রকাশ করেন। এরপর, বিএনপি নেতার মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, “যারা বাংলা-বিহার-ওড়িষ্যা দখলের কথা বলছেন, তাদের মনে রাখতে হবে, তারা সেই ক্ষমতা নেই। আমাদের সবার হাতে যথেষ্ট শক্তি রয়েছে, এবং আমরা বসে থাকব না। আমরা সক্রিয় এবং ধৈর্যের পরীক্ষা দিয়েছি, আমরা একে অপরকে রক্ষা করব।”
মমতা আরও বলেন, “আমরা অখণ্ড ভারতবর্ষে বিশ্বাসী। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।” তবে বাংলা দখল নিয়ে যেসব মন্তব্য এসেছে, তার উত্তরে মমতা পরিষ্কারভাবে বলেছেন, “এটি কেন্দ্রীয় সরকারের বিষয়, এবং তারা ব্যবস্থা নেবে। আমরা কোনো পক্ষে নয়, আমরা সব পক্ষে।”
এছাড়া, মমতা ভারতীয় গণমাধ্যমের কিছু পক্ষকেও তিরস্কার করেছেন। পরোক্ষভাবে বিজেপির প্রতি কটাক্ষ করে তিনি বলেন, “কিছু মিডিয়া যা করছে তা ঠিক নয়। এটি উত্তরপ্রদেশ নয়, আপনাদের এখানে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন না।” তিনি আরও যোগ করেন, “ফেক ভিডিও ভাইরাল হচ্ছে, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে চালানো হচ্ছে। রাজনীতি করবেন না, শুধু প্রকৃত তথ্য প্রচার করুন।”
এভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা এবং অবস্থান স্পষ্ট করে দিলেন, যেটি এই সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post