ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না ড. ইউনূস

Dr. yunus not going on france spain tour

জাতিসংঘের দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফ্রান্স ও স্পেন সরকারের আমন্ত্রণ পেলেও এসব বহুপক্ষীয় ফোরামে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন না তিনি। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। যদিও ড. ইউনূস এই সফরে যাচ্ছেন না, বাংলাদেশ প্রতিনিধি দলে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত স্পেনে অনুষ্ঠিত হবে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) সম্মেলন। এ সম্মেলনেও ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ব্যক্তিগতভাবে অংশ নেবেন না বলে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) একটি প্রতিনিধিদল পাঠাবে বলে আশা করা হচ্ছে।

ফ্রান্স সফর বাতিলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর একাধিক আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করেছেন। তবে এসব সফরের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ বিবেচনায় নেওয়া হয়। এবারের ওশেন কনফারেন্সে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের অনুরোধ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি, ফলে শুধু কনফারেন্সে অংশ নিতে সফরের যৌক্তিকতা দেখা যায়নি।

উল্লেখ্য, তৃতীয় ওশেন কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স ও কোস্টারিকা। আর এফএফডি৪ হচ্ছে জাতিসংঘের উন্নয়ন তহবিল সংক্রান্ত চতুর্থ বৈশ্বিক সম্মেলন, যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও ভবিষ্যৎ অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post