যে প্রস্তাব দিয়ে বিপদে পড়েছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস!

The proposal that put chief advisor dr. yunus in danger!

রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নতুন ভবন উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট ব্যাংকিং ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, একটি দেশকে এমন প্রস্তাব দিতে গিয়ে তিনি বিপদেও পড়েছিলেন। তিনি জানান, অনেক বড় মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম থাকা সত্ত্বেও ব্যাংকগুলো লাইসেন্স দিচ্ছিল না।

ড. ইউনূস বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকটি শীর্ষ মাইক্রো ক্রেডিট সংস্থাকে ব্যাংকিং লাইসেন্স দেওয়ার পরামর্শ দেন তিনি। পরবর্তীতে কয়েকটি প্রতিষ্ঠান বিশাল ব্যাংকে পরিণত হয়।

তবে এখানে একটি ভুলের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রুততার সাথে লাইসেন্স দেওয়ায় তারা মাইক্রো ক্রেডিট ব্যাংকের পরিবর্তে প্রচলিত ব্যাংকে পরিণত হয়েছিল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেওয়ার সময় এটি স্পষ্ট করতে হবে যে, এটি প্রচলিত ব্যাংকিংয়ের জন্য নয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post