আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমাদের দল থেকে কয়েক মাস আগে এই দাবি লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছিল। তখন তিনি বিষয়টি আমলে নিলে গত দুই দিনের বিব্রতকর পরিস্থিতি এড়ানো যেত। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদী দলগুলোর বিচার করে নিষিদ্ধ করার নজির রয়েছে। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে বলে আমরা আশা করি।
আরও পড়ুন
সারা দেশের মানুষ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে উল্লেখ করে তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার আরও একটি পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এ জন্য সরকারকে কিছু সংশোধনী আনতে হবে।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিশ্ব স্বীকৃতি দেয় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তারা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে এবং তাদের রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চান না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র ও রাজনৈতিক চর্চা নেই।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি শাহবাগে না যাওয়ার কারণ জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, তাদের দাবি বহু আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।