জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে কাল তলব করেছে দুদক

Acc summons sheikh hasina for questioning tomorrow

দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে।

দুদক জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা জিজ্ঞাসাবাদে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন।তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতায় থাকাকালে ১৫ বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন।গত জানুয়ারিতে, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক একটি মামলা করে।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক এবং বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জন রয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post