বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ

বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ

Probash Time Whatsapp Channel

বাংলাদেশে নিরাপদ অভিবাসন ও পুনঃএকত্রীকরণ প্রক্রিয়া জোরদার করতে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৯ কোটি টাকা, যা ব্যবহার হবে ঝুঁকিপূর্ণভাবে ফেরত আসা অভিবাসীদের সহায়তা এবং অভিবাসন পরিষেবা শক্তিশালী করার কাজে।

এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মধ্যে। বুধবার (১৬ এপ্রিল) ইআরডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অনুদান ‘স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইম্প্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনটেগ্রেশন’ প্রকল্পের আওতায় প্রদান করা হচ্ছে। চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন সংশ্লিষ্ট উদ্যোগগুলোকে আরও কার্যকর করা হবে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থাপনায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসইভাবে পুনঃএকত্রীকরণে সহায়তা দেওয়া। এতে অভিবাসন সংক্রান্ত সেবা প্রদানে একটি কার্যকর ও সমন্বিত কাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আন্তঃসরকারি সংস্থা আইওএম-এর অভিবাসন শাসনে চার দশকের অভিজ্ঞতা রয়েছে। সংস্থাটি ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য গ্লোবাল কম্প্যাক্ট অনুসরণ করে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পও সেই বৈশ্বিক ও জাতীয় উন্নয়ন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিচালিত হবে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city