সর্বশেষ

গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান শুরু হয়েছে।

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলার পরিপ্রেক্ষিতে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায়, গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, গতকালের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post