ওমানের রাজধানী মাস্কাটে মানবপাচার চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বিশেষ এ অভিযানে মানবপাচারের অভিযোগে পাঁচজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি প্রতারণার মাধ্যমে নিজ দেশের এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ওমানে নিয়ে আসে এবং জোরপূর্বক শ্রমে নিয়োজিত করে। ভুক্তভোগীর পাসপোর্ট জব্দ করে তার চলাফেরার স্বাধীনতাও সীমিত করে রাখা হয়েছিল।
অভিযানের সময় পুলিশ তল্লাশি চালিয়ে আরও ১৫ জন এশীয় নারীকে উদ্ধার করে, যারা বিভিন্ন শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে ওই স্থানে অবস্থান করছিলেন। কর্তৃপক্ষ জানায়, মানবপাচার রোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত চলমান অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচ মানবপাচারকারী এবং আইন লঙ্ঘনকারী ১৫ নারীসহ মোট ২০ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে মানবপাচার আইনসহ সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও
আরওপি বলেছে, দেশের অভ্যন্তরে শোষণমূলক কর্মকাণ্ড রোধ ও দুর্বল জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদার করা হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনও প্রকার ছাড় দেওয়া হবে না।
প্রবাসীদের উদ্দেশে পুলিশ সতর্কবার্তা দিয়ে বলেছে, সালতানাতের আইন-কানুন মেনে চলা এবং দালাল বা মানবপাচার চক্র থেকে দূরে থাকা সবার দায়িত্ব। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সচেষ্ট রয়েছে।











