সর্বশেষ

সুলতানের ছবিসহ নতুন স্মারক মুদ্রা প্রকাশ করল ওমান

Websize 7 1

রাজবংশের ২৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য দুটি স্মারক মুদ্রা প্রকাশ করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক। এই উদ্যোগ ওমানের দীর্ঘ রাজনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

মুদ্রাগুলোর সামনের অংশে রয়েছে সুলতান হাইথম বিন তারিকের রঙিন প্রতিকৃতি, সুলতানের তুঘরা, আল আলম প্রাসাদ এবং ঐতিহাসিক জালালি ও মিরানি দুর্গের ছবি। পেছনের অংশে রয়েছে সোহার দুর্গ, ঐতিহ্যবাহী ওমানি জাহাজ এবং আল বুসাঈদ রাজবংশের ইমাম ও সুলতানদের নাম।

1760269813 e7oso9vb5kro

মোট ১৫টি স্বর্ণ ও ১,০০০টি রৌপ্য মুদ্রা তৈরি করা হয়েছে, প্রতিটির মূল্যমান ১ ওমানি রিয়াল। স্বর্ণের মুদ্রায় ০.৯২৭ বিশুদ্ধতা এবং রৌপ্যে ০.৯৯৯ বিশুদ্ধতা রয়েছে। স্বর্ণের মুদ্রার বিক্রয়মূল্য শুরু হচ্ছে ৭,৯৩৫ রিয়াল থেকে এবং রৌপ্যের ১৩৪ রিয়াল থেকে, যা আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

এই স্মারক মুদ্রাগুলো বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে এবং মাসকাটের রুই, সালালাহ ও সোহারে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংক শাখা এবং অপেরা গ্যালারিয়ার ওমান পোস্ট কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post