সর্বশেষ

ওমানে অবৈধভাবে প্রবেশের সময় ১৯ এশীয় প্রবাসী আটক

Oman police. pt jpg

ওমানের মুসান্দাম প্রদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৯ জন এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। শনিবার এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ কর্তৃপক্ষ।

ওমান পুলিশ জানিয়েছে, মুসান্দাম প্রদেশের দোবা ও বুকা উইলায়াতে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সুলতানাতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ওমান রয়্যাল পুলিশ অবৈধ অভিবাসন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং দেশটির সীমানা নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালাচ্ছে।

পুলিশ কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক করে জানায়, অবৈধভাবে প্রবেশ বা এমন কাজে সহায়তার চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post