সর্বশেষ

ওমানে কর্মীদের সুরক্ষায় নতুন নিয়ম চালু

Oman ministry of labour

ওমানের শ্রম মন্ত্রণালয় দেশের সব নিয়োগকর্তাকে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে দুর্ঘটনা, আঘাত ও পেশাগত রোগ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিমালার ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো কর্মস্থলে দুর্ঘটনা, আঘাত বা নিশ্চিত পেশাগত রোগের ঘটনা ঘটলে, প্রতিষ্ঠান মালিককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ বা শাখা প্রধানকে তা জানাতে হবে।

এছাড়া, বীমা সুবিধাভুক্ত কর্মীদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা তহবিলের নিয়ম মেনে তথ্য প্রদান করতে হবে বলেও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না দিলে প্রতিষ্ঠান মালিককে আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, এসব নিয়ম মেনে চললে শ্রমিকদের অধিকার সংরক্ষিত থাকবে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি নিরাপদ ও উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post