ওমানের আল দাখিলিয়া গভর্নরেটের বিদবিদ এলাকায় মাদক পাচারচক্রের তিন সদস্যকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। গ্রেফতারদের মধ্যে একজন অনুপ্রবেশকারী ও দুইজন প্রবাসী, যারা তিনজনই এশীয় নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, আল দাখিলিয়া প্রদেশের পুলিশ কমান্ড ও মাদক ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের বরাতে জানা যায়, অভিযুক্ত অনুপ্রবেশকারী একজন নির্মাণাধীন ভবনের কর্মস্থলে লুকিয়ে ছিলেন। সেখানে অপর দুই প্রবাসী তাকে আশ্রয় দিচ্ছিল। তদন্তে বেরিয়ে এসেছে, তারা একসঙ্গে মাদক পাচার ও বিক্রির সঙ্গে যুক্ত ছিল। উদ্ধারকৃত মাদকের মধ্যে বিপজ্জনক ক্রিস্টাল মেথসহ বিভিন্ন পদার্থ রয়েছে।
আরও
অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও তা প্রস্তুত ও বিক্রির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, তিনজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











