সর্বশেষ

ওমানের দুর্ঘটনা নিয়ে যা বললেন ইয়াসিন চৌধুরী

Screenshot 2 2.jpg

ওমানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার বিকেলে দুকুম শহর সংলগ্ন সিদরা এলাকায় বাংলাদেশি বহনকারী ল্যান্ডক্রুজার গাড়িকে চাপা দেয় একটি মাছবাহী ট্রাক। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা ৭ প্রবাসী। পরে হাসপাতালে মারা যান আরো একজন। এদের মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপের ৭জন এবং একজনের বাড়ি রাউজানে।

চট্টগ্রাম ওমান সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, প্রবাসীরা একটি কোম্পানির ল্যান্ডক্রুজার গাড়িতে করে দুকুমের সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিলেন। গাড়িটি দুকুম শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে সিদরা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

একই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সভাপতি সিরাজুল হক সিআইপি জানান, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ফ্রোজেন গাড়ির সঙ্গে ল্যান্ডক্রুজারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা আট বাংলাদেশি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় তাদের বহনকারী গাড়ির ওমানি চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। নিহতদের মরদেহ দুকুমের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাস জানিয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে ।

এই হৃদয়বিদারক ঘটনায় পুরো সন্দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওমানের বাংলাদেশি কমিউনিটিও এ ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post