ওমানের মানবিক কর্মী ও শিক্ষাবিদ ড. ওমামা আল লাওয়াতি গাজার ফ্লোটিলা অভিযান শেষ করে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে তিনি মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পান। এই অভিযান ছিল একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার উদ্দেশ্য গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং সেখানে অবারিত মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সচেতনতা সৃষ্টি করা।
ড. আল লাওয়াতির সঙ্গে অভিযানে ছিলেন আরও একজন ওমানি নাগরিক জামাল আল রেইসি। তারা দুজনেই গাজার মানবিক সংকট তুলে ধরতে এবং নাবালকসহ সব নাগরিকের জন্য সীমাহীন সহায়তার দাবি জানাতে অংশ নিয়েছিলেন।
আরও
বিমানবন্দরে তাদের স্বাগত জানান পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। সবাই তাদের সাহসিকতা ও মানবিক মনোভাবকে উচ্চভাবে প্রশংসা করেন।











