সর্বশেষ

ওমানে চুরি করার সময় নয়জন প্রবাসী আটক

Nine expatriates arrested while stealing in oman

ওমানের আৎ-ধাখিলিয়া প্রদেশে ধারাবাহিক চুরির ঘটনায় নয়জন প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আরওপি জানিয়েছে, আটককৃতদের মধ্যে আটজন এশীয় ও একজন আফ্রিকান নাগরিক রয়েছেন।

ওমান পুলিশ জানায়, অভিযুক্তরা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে কেবল, বৈদ্যুতিক তার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং গ্যাস সিলিন্ডার চুরি করছিলেন। দীর্ঘদিন ধরে এসব চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবশেষে পুলিশের তৎপরতায় অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হয়। আরওপি বলেছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দ্রুতই আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, গভর্নরেট জুড়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অপরাধ দমনে পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup