ওমানের আৎ-ধাখিলিয়া প্রদেশে ধারাবাহিক চুরির ঘটনায় নয়জন প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আরওপি জানিয়েছে, আটককৃতদের মধ্যে আটজন এশীয় ও একজন আফ্রিকান নাগরিক রয়েছেন।
ওমান পুলিশ জানায়, অভিযুক্তরা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে কেবল, বৈদ্যুতিক তার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং গ্যাস সিলিন্ডার চুরি করছিলেন। দীর্ঘদিন ধরে এসব চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবশেষে পুলিশের তৎপরতায় অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হয়। আরওপি বলেছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দ্রুতই আদালতে সোপর্দ করা হবে।
আরও
এদিকে, গভর্নরেট জুড়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অপরাধ দমনে পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।










