আমিরাতে ৫০ হাজার বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

আমিরাতে ৫০ হাজার বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০ হাজার বাংলাদেশি প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন। যারা এখনো এ সুযোগ নেননি, তাদের প্রতি সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি জানান, আমিরাত সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে, যা জানুয়ারি থেকে কার্যকর রয়েছে।

মহাপরিচালক বলেন, “এ পর্যন্ত ৫০ হাজার বাংলাদেশি এই সুযোগ গ্রহণ করেছেন। যারা এখনো করেননি, তাদের সময় থাকতে এ সুযোগ নেওয়া উচিত।”

আরব আমিরাতের ভিসা নীতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আমিরাত সরকার নিয়মিত তাদের ভিসা নীতিতে পরিবর্তন আনে, যা তাদের অভ্যন্তরীণ বিষয়।

চলতি বছরের জুলাইয়ের আগে আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছিল। এরপর নীতি আরও কঠিন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের কোনো ঘোষণা দেয়নি। যেসব ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, তা আমিরাত কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলে জানান মহাপরিচালক।

এই সাধারণ ক্ষমার সুযোগ বাংলাদেশের প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে সময়মতো এ সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize