দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আবারও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রোববার সকালে ইয়েমেন থেকে ইসরাইলের দিক লক্ষ্য করে ছোঁড়া এক ক্ষেপণাস্ত্রের ঘটনায় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয় এবং সতর্কতা জারি করা হয়। খবরটি নিশ্চিত করেছে ইসরাইলি ও আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
ইসরাইলি সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ইয়েমেন থেকে ছোঁড়া ওই ক্ষেপণাস্ত্র ইসরাইলের মধ্যাঞ্চল এবং অধিকৃত পশ্চিম তীরের বেশ কিছু এলাকায় উদ্বেগ সৃষ্টি করে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়।
হিব্রু ভাষার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হামলার পর দখলকৃত কুদস শহরের নিকটবর্তী বেইত শেমেশ এলাকায় আগুন ধরে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন
তবে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।
এর আগে গত বৃহস্পতিবারও ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা ঘটে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। রাডারে ধরা পড়া ওই হামলাও প্রতিহত করা হয় বলে জানানো হয়। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনি হুথি বাহিনীর পক্ষ থেকে এ ধরনের হামলার সংখ্যা বেড়েছে, যা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থনের অংশ বলে মনে করছে বিভিন্ন পর্যবেক্ষক।