কুয়েতে এবার হজযাত্রীদের নিবন্ধনে লটারি ব্যবস্থা চালু

Kuwait introduces lottery system for hajj pilgrim registration

সব হজযাত্রীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে কুয়েত সরকার। আগামী বছর থেকে হজে যেতে ইচ্ছুক কুয়েতি নাগরিক এবং স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের জন্য নিবন্ধনে লটারিভিত্তিক পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই নতুন প্রক্রিয়া কুয়েতের ডিজিটাল সেবাপ্ল্যাটফর্ম ‘সাহেল’-এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আগ্রহীদের সাহেল অ্যাপে আবেদন করতে হবে। এরপর আবেদনগুলো যাচাই-বাছাই শেষে নির্বাচিত হজযাত্রীদের তালিকা প্রকাশ করা হবে, যা অ্যাপেই দেখা যাবে।

আবেদন করতে হলে প্রাথমিকভাবে ১০ কুয়েতি দিনার (প্রায় ৪ হাজার টাকা) অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। নির্বাচিতদের নিবন্ধন চূড়ান্ত করতে পরবর্তীতে ১,৫০০ কুয়েতি দিনার (প্রায় ৬ লাখ টাকা) দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই অর্থ পরিশোধ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে।

পুরুষরা চাইলে একা অথবা সর্বোচ্চ পাঁচজন আত্মীয় নিয়ে গ্রুপ করে আবেদন করতে পারবেন। তবে নারীদের ক্ষেত্রে এই সুযোগ সীমিত। হজে যেতে চাওয়া নারী আবেদনকারীদের আবেদনে অবশ্যই একজন অভিজ্ঞ মাহরাম (পুরুষ অভিভাবক, যিনি পূর্বে হজ পালন করেছেন) উল্লেখ করতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে হজের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, সমতা এবং প্রযুক্তি-নির্ভরতা নিশ্চিত করতে চায় কুয়েত সরকার, জানায় ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize