সিরিয়ায় নতুন জাতীয় প্রতীক উন্মোচন

Syria unveils new national emblem

দীর্ঘদিনের বাথ পার্টির শাসনের অবসানের মধ্য দিয়ে সিরিয়ায় সূচিত হয়েছে নতুন এক রাজনৈতিক যুগ। এ পরিবর্তনের প্রতীকস্বরূপ উন্মোচন করা হয়েছে দেশের নতুন জাতীয় প্রতীক। রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন এই প্রতীক উন্মোচন করেন।

সাবেক প্রতীকে ব্যবহৃত বাজপাখির স্থানে এবার এসেছে সোনালি ঈগল, যার মাথায় রয়েছে তিনটি তারা—যা জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে। ঈগলের লেজের পাঁচটি পালক দেশের পাঁচটি ভৌগোলিক অঞ্চল এবং ডানার ১৪টি পালক দেশের ১৪টি প্রদেশের প্রতিনিধিত্ব করে। সরকার জানিয়েছে, এই প্রতীকটি গত ১৪ বছরের সংগ্রাম, প্রতিরোধ ও পুনর্জাগরণের ইতিহাস বহন করে।

নতুন প্রতীকটি দ্রুতই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। প্রেসিডেন্ট আল-শারা তাঁর বক্তব্যে বলেন, “সোনালি ঈগল আমাদের সাহস, ঐক্য ও উদ্ভাবনের প্রতীক। এটি শুধু নতুন পরিচয়ের প্রতিফলন নয়, বরং আমাদের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের ঘোষণাও বটে।”

পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানি জানান, আন্তর্জাতিক মহলে সিরিয়ার নতুন অবস্থান তুলে ধরতে কূটনৈতিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, “পূর্বতন সরকারের মতো ফাঁকা বুলি নয়, আমরা এখন জনগণের সম্মান ও বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন জাতীয় পরিচয়ের উদযাপন উপলক্ষে দামেস্কসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক উৎসবের আয়োজন করা হয়। মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় নতুন প্রতীককে ‘স্বাধীনতার আকাশে দৃঢ়তা ও মুক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়। প্রসঙ্গত, প্রায় আড়াই দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত বছর ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আল-শারা। তাঁর নেতৃত্বেই দেশটি এগোচ্ছে এক নতুন অধ্যায়ের পথে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize