ইরানে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা তুরস্কের

Turkey announces resumption of flights to iran

ইরানে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। চলতি বছরের জুন মাসের শুরুতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া ফ্লাইটগুলো সোমবার (৩০ জুন) থেকে আবার চালু হবে বলে জানিয়েছে তুর্কি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিলাল একসি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, ‘আমরা সোমবার থেকে মাশহাদগামী ফ্লাইট পুনরায় শুরু করছি।’ ইরানি বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া রুটটি পুনরায় চালু হওয়ায় ইরানে বিমান চলাচলে স্বাভাবিকতা ফিরে আসার ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরাইলের বিমান হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তুরস্ক তার সব রুট বন্ধ করে দেয়। তবে ইরান-ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দেশটির আকাশসীমা ধীরে ধীরে আন্তর্জাতিক উড়োজাহাজের জন্য খুলে দেওয়া হচ্ছে। এতে করে আঞ্চলিক আকাশপথে ধীরে ধীরে স্বস্তি ফিরছে।

ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখভান জানান, ইরানের পূর্ব, মধ্য ও পশ্চিম আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য বর্তমানে উন্মুক্ত রাখা হয়েছে। তবে এখনো কিছু অংশে দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রসঙ্গত, ১৩ জুন ইসরাইলের ইরানবিরোধী বিমান হামলা শুরু হলে ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় ব্যাপক আক্রমণ চালানো হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরান পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরাইলের শহরগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে। অবশেষে ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধের অবসান ঘটে। এই পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতেই টার্কিশ এয়ারলাইন্সের এই ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত এসেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize