ইরানে পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের ট্রাক, ঘটনা কী?

Iran..

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—ইরান পাহাড়ের ভেতর থেকে ট্রাকে করে ক্ষেপণাস্ত্র বের করছে। ভিডিওতে দেখা যায়, ইরানের পতাকা লাগানো কয়েকটি ট্রাক পাহাড়ের গুহা থেকে ক্ষেপণাস্ত্র বহন করে বেরিয়ে আসছে।

তবে ‘রিউমর স্ক্যানার’ নামক একটি অনুসন্ধানী টিম ভিডিওটির সত্যতা যাচাই করে জানিয়েছে, এটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং সেটিকে সাম্প্রতিক সংঘাতের বাস্তব চিত্র হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া।

ভিডিওটি বিশ্লেষণ করে কয়েকটি প্রযুক্তিগত অসঙ্গতি ধরা পড়ে। যেমন: ট্রাকে লাগানো পতাকাগুলো অস্বাভাবিকভাবে ওড়ছে, আশপাশের ঘাস ও পাহাড়ের টেক্সচার অবাস্তব, এবং সবচেয়ে বড় বিষয়—ট্রাকগুলোর মধ্যে কোনো চালকের অস্তিত্ব দেখা যায় না।

এ ছাড়া ভিডিওটি ‘Cantilux.com’ নামক একটি এআই-চিত্র ও ভিডিও যাচাই প্ল্যাটফর্মে পরীক্ষা করলে, তা ৮৪ শতাংশ এআই-নির্মিত বলে শনাক্ত হয়। ফলে এটি স্পষ্ট হয় যে, ভিডিওটি বাস্তব কোনো সামরিক অভিযান নয় বরং ডিজিটাল কারসাজির ফল।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই তথ্য যাচাই করে দেখার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize