যুদ্ধের সময় সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানালো ইরান

Iran thanks india for support during war

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পক্ষ থেকে প্রকাশিত সহানুভূতি ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ উপলক্ষে দেশটির জনগণ, রাজনীতিক, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতীয় বার্তাসংস্থা এএনআই সূত্রে বুধবার (২৫ জুন) এই বিবৃতির খবর প্রকাশ করা হয়। এতে ইরানি দূতাবাস উল্লেখ করে, ইসরায়েলের নৃশংস হামলার সময় ভারতের জনগণের সংহতি ও নৈতিক সমর্থন ইরানিদের মনোবল বাড়িয়েছে এবং এটি বিশ্বমানবতার বোধের প্রতিফলন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্ববর্তী টুইটার)-এ প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, সাংসদ, এনজিও, ধর্মীয় ও সামাজিক নেতা, শিক্ষাবিদ ও সাংবাদিকরা স্পষ্টভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন। এই মানবিক অবস্থান শুধু রাজনৈতিক নয়, এটি ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং বিশ্বশান্তির প্রতি এক প্রগাঢ় অঙ্গীকার।

ইরান আরও জানায়, তারা সবসময় আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পক্ষে এবং যেকোনো আগ্রাসী বা সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। বিবৃতিতে বলা হয়, জাতির ঐক্য ও সংহতি সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে।

বিবৃতির শেষাংশে আবারও ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইরান উল্লেখ করে, এই ঐতিহাসিক ও মানবিক বন্ধন দুই দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize