কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলো ইরান

Iran expresses regret over attack on us base in qatar

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৩ জুন) চালানো এই হামলার পর মঙ্গলবার (২৪ জুন) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেন।

পেজেশকিয়ান আমিরকে আশ্বস্ত করে বলেন, এই হামলার লক্ষ্য ছিল না কাতার বা দেশটির জনগণ। বরং এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা। কাতারের নিরাপত্তা বা সার্বভৌমত্ব এতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি।

কাতারের আমিরের দিওয়ান থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কাতারকে ‘প্রতিবেশী, মুসলিম ও ভ্রাতৃত্বপূর্ণ একটি রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান মোট ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এর দিকে। তবে কাতারের প্রতিরক্ষা বাহিনী এর মধ্যে ১৮টি সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়।

এদিকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। এটি ছিল ইরানের প্রতিরক্ষার অংশ এবং ভবিষ্যতে এ ধরনের আগ্রাসনের জবাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize