ইরানের বিরুদ্ধে জাতিসংঘে গেল কাতার

Qatar goes to the un against iran

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে ঘটনাটিকে “চরম উসকানিমূলক” এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এ হামলাকে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করে কাতার স্পষ্ট ভাষায় জানায়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে তারা উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। একই সঙ্গে দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলেও জানায় দেশটি।

সোমবার রাতে কাতার ও ইরাকজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে দেখা যায় আলোর ঝলক। হামলার পর যুক্তরাষ্ট্র বাহরাইন, কুয়েত ও সিরিয়ায় অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে সতর্ক অবস্থান নেয়। পেন্টাগনের বরাতে বিবিসি জানায়, ইরান থেকে ছোড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন, তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাটি মোকাবিলা করেছে।

তবে তেহরান থেকে দাবি করা হয়েছে, এই হামলার আগে কাতারকে অবহিত করা হয়েছিল এবং এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, কাতার বা তার জনগণ নয়। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, এই আঘাত বন্ধুত্বপূর্ণ কাতারের জন্য কোনো হুমকি নয়, বরং তেহরান দোহা সরকারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে অস্ট্রেলিয়ান নিরাপত্তা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বিবিসিকে বলেন, ইরানের এ হামলা ছিল মূলত প্রতীকী। তার মতে, এটি ছিল এমন এক বার্তা, যার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বড় ধরনের সংঘাতে জড়াতে চায় না।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize