ইরানে চালানো সামরিক অভিযানে “ব্যাপক সাফল্য” অর্জনের দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। খবর সিএনএনের।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “গত দুই সপ্তাহে ধারাবাহিক হামলায় পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ইরানের তাৎক্ষণিক হুমকি সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েল।” বিবৃতিটি যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
ইসরায়েল আরও দাবি করেছে, তাদের সামরিক বাহিনী আইডিএফ বর্তমানে তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক কাঠামো ও নেতৃত্বকে দুর্বল করে দিয়েছে। এ সময় ইরানের অভ্যন্তরে সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার কথাও জানানো হয়।
আরও পড়ুন
ইসরায়েল এই অভিযানে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, “ইরানের পারমাণবিক হুমকি নিরসনে যুক্তরাষ্ট্রের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিবৃতির শেষাংশে ইরানকে সতর্ক করে জানানো হয়, “যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হলে তার কঠোর জবাব দেওয়া হবে।” এতে স্পষ্ট করা হয়, ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।