ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

Iran launches missile attacks on israel again

ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) সকালবেলা ইরান থেকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শত্রুপক্ষের প্রজেক্টাইল শনাক্ত করার পরই প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে হামলা শুরু হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এখনো কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং এমন কোনো প্রস্তাবে তাদের আগ্রহও নেই।

হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। নাগরিকদের দ্রুত বাঙ্কারে চলে যেতে বলা হয়। উত্তর ও দক্ষিণ ইসরায়েলের অনেক শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোটাছুটি করতে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তাঁরা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছেন।

এই হামলার পটভূমিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ইরাকে। আল সুমারিয়া টিভির খবরে বলা হয়েছে, একই দিন সকালে ইরাকের ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে। বাগদাদভিত্তিক চ্যানেলটি একটি ছবিও প্রকাশ করে, তবে এই হামলার জন্য কারা দায়ী তা এখনও নিশ্চিত নয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize