ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ১৫ উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্ত

Israel attacks 6 iranian airports, downing 15 planes and helicopters

ইরানের বিভিন্ন অঞ্চলের অন্তত ছয়টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল, এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। হামলায় ইরানের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২৩ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ম্যানড ও দূরনিয়ন্ত্রিত আকাশযানের (ম্যানড-অ্যান্ড-রিমোট সিস্টেম) মাধ্যমে এই হামলা চালানো হয়। এতে ইরানের সামরিক বিমানঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানিবাহী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের ব্যবহৃত এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ মডেলের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতির ফলে দেশটির সামরিক বিমান পরিচালনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে ইসরায়েলের দাবি।

ইসরায়েলি বাহিনী বলছে, বিমানঘাঁটিগুলোর উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিতে পারে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলা বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি দেওয়া হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize