ইসরায়েলে আবার মিসাইল ছুড়েছে ইরান

Iran fires missiles at israel again

ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে ইরান, এমন দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল সোয়া ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করতে পেরেছে এবং সেগুলো প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আইডিএফ-এর তথ্যমতে, হামলার আশঙ্কায় দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েল ও অধিকৃত পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা বাহিনীর ‘হোম ফ্রন্ট কমান্ড’ বিভাগ জনগণকে সতর্ক করে বলেছে, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সবাই যেন কাছাকাছি বোমা শেল্টার বা নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান। পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা।

ইরানের এই মিসাইল হামলার ঘটনায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই বেশ কয়েকটি শহরে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং জরুরি সতর্কতা জারি রয়েছে।

উল্লেখ্য, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উভয় দেশই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে কঠোর অবস্থান বজায় রাখছে, যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize