তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

Putin warns of world war iii

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।

শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (SPIEF) মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, “বিশ্বজুড়ে যুদ্ধের শঙ্কা বাড়ছে। এই উত্তেজনা মোকাবেলায় প্রয়োজন সংকটগুলোর শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান।”

ন্যাটো জোটের কার্যক্রমের সমালোচনা করে পুতিন বলেন, জোটটি পূর্ব দিকে সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে, অথচ রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বারবার উপেক্ষিত হচ্ছে। তিনি একে পশ্চিমাদের উপনিবেশবাদী মনোভাবের একটি আধুনিক রূপ বলেও মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পুতিন বলেন, যদি ইসরায়েল সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চিন্তা করে থাকে, তাহলে তা কেবল হুমকি পর্যায়েই সীমাবদ্ধ থাকা উচিত। তিনি উল্লেখ করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছিলেন যে, বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ইরানে সরকার পরিবর্তনের হুমকি অগ্রহণযোগ্য এবং তা চরমপন্থা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, “আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি এক ভয়ংকর অস্থিতিশীলতার দরজা খুলে দিতে পারে, যা পুরো অঞ্চলকেই বিপর্যস্ত করবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize