দ্রুত ইসরায়েল ত্যাগ করতে বলেছে চীনের দূতাবাস

Cina

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান তীব্র সংঘর্ষের প্রেক্ষাপটে চীন তার নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, পরিস্থিতির অবনতি ঘটার আগেই নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশত্যাগ করা উচিত।

বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে ইসরায়েল ত্যাগে সক্রিয় হওয়া উচিত এবং স্থলপথে জর্ডানের দিকে সীমান্ত অতিক্রম করাই বর্তমানে সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত উপায়। সংঘর্ষ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় চীনা কর্তৃপক্ষ এই সতর্কবার্তা জারি করে।

অন্যদিকে, ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে কার্যক্রম শুরু করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের দূতাবাসের ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, যেসব ভারতীয়রা ব্যক্তিগতভাবে যাতায়াতের ব্যবস্থা করতে পারছেন, তাদের দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এছাড়া, ভারতের কিছু নাগরিককে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সূত্র জানায়, ইরানের উর্মিয়া শহর থেকে অন্তত ১১০ জন ভারতীয় শিক্ষার্থী সোমবার সন্ধ্যায় আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন।

উল্লেখ্য, ইরানের আকাশসীমা আগেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বিমানে করে সরাসরি ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো আপাতত সম্ভব হচ্ছে না। এ অবস্থায় চীন ও ভারতের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়ারই প্রতিফলন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize